বছর ঘুরে ফিরে এলো এলো মাহে রমজান
রহমত আর বরকত নিয়ে এলো মেহে্রবান
জনে জনে মুসলমানে রাখলৈা রোজা ভাই
কোরআন পড়ে জিগির করে ডাকে প্রভু সনে
মোনাজাতে বলে শুধু তোমার দয়া চাই।

সারা বছর হেলায় ফেলায় গেছে সকল দিন
ফরজ নফল করে নিজের পুণ্য জমে নিন
পরের দেনা জুলুম ছাড়া হবেই সবই মাপ
এমন দয়া করো খোদা তোমার দিদার পাই।


রোজা থাকা মানে কি আর পেট উপবাস থাকা?
রোজা হলো মুখের রোজা হাত সংযত রোজা
রোজা হলো চোখের রোজা পবিত্র মন বোঝা
দেহের সকল অঙ্গ জুড়ে রোজা করবো পালন
রোজা এলো সঠিক পথে পথ দেখাতে তাই