রঙের মেলায় ডুবে থাকি এই যে ভোরের কালে,
সবুজ রঙে পাতার শরীর ঝুলে দেখি ডালে।
সাথে আছে পাখ পাখালি বনের সাধারণ
প্রহর থেকে গাইছে গলায় কি আনন্দ মন।
রঙের মেলায় ডুবে থাকা এই প্রকৃতির পাশে
শিশির ভেজা লতাপাতা মেঘ নেমেছে কাছে।
দূর্বা ঘাসের শিশির এসে হঠাৎ করে ধসে,
কে পারে আর এমন করে হাঁটু ভেঙে বসে?
রঙের মেলায় ডুবে আছি এই উঠানের ধারে,
পুব আকাশে সূর্য যখন উঁকি দিলো তারে।
সোনা রোদে সোনালি রঙ এই বেহানের পায়,
কে বলেছে ফুলের বুকে ফুল ফোঁটাতে যায়।
দুপুর বেলায় ঘুঘু ডাকা রঙের ঠ্যালা নামে,
ছুটছে পথিক ভন ভনিয়ে যেনো ডানে বামে।
দূর দিগন্তে শালিক টিয়া গেছে আহার খেতে,
দুষ্ট বালক ঢিল মেরেছে বসছে যখন ক্ষেতে।
বিকেল বেলা সূর্য ডোবার সন্ধা নামে বাটে,
হাজার হাজার প্রজাপতি দেখি যখন পাটে।
কি আনন্দ ওদের মনে কি আনন্দে উড়ে,
নীল আকাশটা দেয়ে রে হানা যেন থেকে দূরে।
জোনাক পোকার কে দেয় লাইট চার্জ ছাড়াই জ্বলে
কে বলেছে একসাথে ওই জ্বলতে দলে দলে।
কে শিখালো নিয়ম করে দল মিলিয়ে জ্বলা,
জ্বলছে সুখে কি আনন্দ পুর্ণ ষোলকলা।
রাতের গায়ে আঁধার নামা যায়না নিজেক দেখা,
উপর দিকে তাকিয়ে দেখি হাজার তারার রেখা।
দূরে থেকে হাতছানি দেয় বলেছ শোনো ভাই,
আঁধার দেখে ভয় করো না সঙ্গ দেব তাই।