অর্থের বিছানা পেতে হেঁটে চলে গেছে
চাকচিক্য আবরণে উন্নত মগজে,
তাদের কাছে নিম্নোক্ত বিচ্ছিন্ন গোধূলি
চোখের মিটারে মাপ এক ফিতা গজে।
হেটে গেছে বুড়ি গঙ্গা সাড়ির দালান
ঢাকার প্লট বাড়ির মুখ দরজায়
ডেকে গেছে দিন রাত লক্ষ লক্ষ গাড়ি
ধনীর পায়ের ধুলো উড়া পর জায়।
ঢাকার বাড়ি ওয়ালা সেই আচরণ
ছেপে গেছে ক্ষণে ক্ষণে কথাবার্তা ভঙ্গি
ধনীর ছেলের টাকা শরীর পোশাকে
ধনী কেবল ধনীর সেই চলা সঙ্গী।
অহংকার লুটে পুটে তাদাম শরীর
মানচিত্র আঁকা তার আরেক জগত,
আমাদের মত নয় মানুষ তো নয়
উন্নত মগজে তার সৃষ্ট মারফত।