নেই অতীত আমার রয়েছে আখ্যান
একটা প্রার্থনা মোর একটা জনম ঋতু,
আমি খুঁজি না চৌহদ্দি বেজায় সমুদ্র পিঠ
যখন স্বপ্নে বিভোরে আসে রাজকন্যা মিতু।
যার চোখের সাগরে ভেসে ভেসে গেছি চোখ
তার হাসি মুখ দেখে আমি নিস্তব্ধ হলাম
তার সরল মনের দরজায় পৌঁছে গেছি
হৃদয়ের মধ্যে খানে ছন্দে হোঁচট খেলাম।
মনেহয় আমি তারে আমি কত যুগ চিনি
প্রাচ্যের দেয়াল জুড়ে মনে মহাস্থানগড়
শতাব্দীর দাঁড়াকাক হয়ে ডাকাডাকি করি
মনেহয় পাড় হলো কত সময়ের গড়।
সকলের চেয়ে ভিন্ন তুমি সম্পূর্ণ অন্যনা
হৃদয়ের কালি দিয়ে হাত চুপিচুপি লেখে
যার নিয়ে এতকিছু ভাবি এখন কি জানে
আমি হারিয়ে গিয়েছি শুধু মুখে হাসি দেখে।