যে বাগানে নিজের গাছে ডালে যারা পানি,,
যে বাগানে আমি কেন মিছে আশা টানি।
যে বাগানে নিজের জাতির ফুলের করে চাষ,
সেই বাগানে দেখছি আমি হচ্ছে সর্বনাশ।

আমি যত সোনা ফলি হয়ের কেবল ছাই,
ময়লা কয়লা আবর্জনা হয়রে পাত্রে ঠাঁই।
সেই বাগানে থাকতে চাই না সেই বাগানের কূলে
সেই বাগান ভাই বাগান ইনা এই জগতের মূলে।

নিজের ঢোলে নিজে গায়ক নিজের যখন বাড়ি,
আমরা কেনে আছি হয়ে ঘাটের কানাগড়ি।
শনিবারে যাদের নামে বাদ্য দেখি বাজে,
রবিবারে তাদের নামে একি বাদ্য সাজে।
গোনতে গোনতে পাড় করেছি সাতটি দিনের চিত্র,
ওদের নামে গান গেয়ে যায় তাদের চেনা মিত্র।