ঝড়ের আঘাতে বৃক্ষ নিধন উদাস বসত বাড়ি,
ঝড়ের আঘাতে পুরুষ ভাঙে না পুরুষ ভেঙেছে নারী।
বিপদের দিনে মাথা উঁচু যারা বাঁচতে যখন জানে,
শত পরাজয়ে হয়না কাহিল ভাঙার জানে না মানে।
কাঁদেনা পুরুষ শত আঘাতেও পুরুষ পাথর নয়,
নারীর আঘাতে পুরুষের চোখ অশ্রু সিক্ত ময়।
সাত সমুদ্র পাড়ি দিতে পারে নারীর হাসির জন্য,
সেই নারী কেন ?পুরুষ কাঁদায় করেছে জীবন ছন্ন।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও পুরুষ বাঁচতে পারে,
নারীর আঘাতে আস্ত পুরুষ নিঃস্ব দেখেছি যারে।
পুরুষ কেবল নারীর জন্য জীবনের বাজী রেখে,
এগিয়ে চলার করে সংকল্প ধুলোবালিছাই মেখে।
নারীর শক্তি পুরুষ বাঁচায় নারীর শক্তি হারে,
নারী পুরুষকে উচ্চ করায় নাকি শেষ করে ছাড়ে।
নারীর সোহাগে দৃঢ় শক্তিতে গড়ে উঠে সংসার,
নারী যদি হয় কাল নাগিনেই জীবন যে ছাড়খার।
যে সব পুরুষ নারীর উপর করছে অত্যাচার,
এমন পুরুষ জগতের কাছে জাতীয় কুলাঙ্গার।
পুরুষ আকাশ পুরুষ বাতাস পুরুষ বাগানে ফল,
নারীর এখানে বিচরণ হবে স্বস্তির মনোবল।
জয় হোক এই জীবনের কাছে নারী পুরুষের কাল,
দুঃখের এই ভরাডুবি থেকে মুছে যাক জঞ্জাল।