এত করে পড়ে কি লাভ প্রশ্ন যখন ফাঁস,
পড়াশোনার উপর দিলে মস্ত বড় বাঁশ।
মাউশির নিয়োগ পরীক্ষা টা ছিলো শুক্রবার,
প্রশ্ন যখন ফাঁস হয়ে যায় চাকরি এইবার কার?
প্রশ্ন নিয়ে রমরমা রম চলছে বানিজ্য,
দেয়না কেনো হুঁশিয়ারি এই অসাধুর কার্য।
এমন কাজে জড়িত দের করেন বহিষ্কার,
সোনার বাংলা গড়তে এবার করেন অঙ্গীকার।
ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে কেনে দেন?
একমুঠো ঐ ভাতের জন্য ছুটছি সবাই যেন।
প্রধানমন্ত্রী বিচার করুন আপনার শক্ত হস্তে,
চোরের খনি বন্ধ করুন আল্লার ওয়াস্তে।