পিছলা রোদের মাঝে পরে নাইয়ে উঠি ঘাম শরীরে
ফ্যানের বাতাস ভনভানিয়ে ব্যর্থ শালা অথচ ঘুরে
গাছের তলায় অল্প খানিক বাতাস এসে গা ভাসিয়ে
পালিয়ে গেছে কোন বনেতে এখান থকে কত দূরে
আকাশ ভরা মেঘ বেড়াতে আটকে দিছে উপর দেখা
পরে গেছে থমথমাথম মাটির উপর তীব্র জ্বালা
গরম এসে চড় থাপ্পড়ে কাত হয়ে যে গেছি পরে
শীতের বায়ুর প্রার্থনাতে পড়ি এখন তসবি মালা...
আমার ঘরে এসির বায়ু ফুরফুরে আর বয়না শালা
যা অত্যাচার করবি শুধু দুঃখী লোকের সোজো পেয়ে
কাম আছে কি অকর্মা তোর বেশরমের মাথা কাটা
মাতাল হয়ে নামিছ ধরা ইচ্ছা মত যাবে বয়ে
মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা ।
মোঃ মুসার কবিতা পড়তে গুগল সার্চ দিন