ডাক পিয়নে চিঠি দিতে সাইকেল দিয়ে,
পাঁচ দশ মাইল নিত্য পিয়ন ছুটতে পথে চিঠি নিয়ে।
এখন ডিভাইজ এক মিনিটে চিঠি পাঠায় খুদে বার্তায়,
বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে এখন পথ সাঁতরায়।
খুব সহজ হাতের নাগাল বিশ্বটাকে মুঠোয় দেখা,
অতীত এসে ইশারা দেয় ফিরে দ্যাখো পথের রেখা।
ডিভাইজ দিয়ে সবকিছুতে সহজ হলো জীবন যাত্রা,
জালিয়াতির পরীক্ষাতে নামছে মেধার নিম্ন মাত্রা।
পড়ালেখা বাদ দিয়ে হায়! আনন্দে তার রইছে ভাসি,
পরীক্ষাতে ডিভাইজ নিয়ে পাশ করে যে হাসছে হাসি।
মেধা শূন্য নিয়োগ হচ্ছে কে ধরেছে এই-দেশের হাল,
লটকে আছে অনিয়মে ধুঁকছে সমাজ পেঁচিয়ে জাল।