তুমি বলো ভাই একটি পৃথিবী বয়ে যায় কূলে কূলে,
ভেবে দেখো তুমি দেখছো কয়টা চোখের পাতাটা খুলে
আমি বলি ভাই অগোনা পৃথিবী দেখো পর্দায় ভাসে,
এক নয় দুই কোটি কোটি এই পৃথিবীর ছবি হাসে।
তোমার-চোখে তোমার পৃথিবী সাজিয়ে রাখছো বলে,
অপরের চোখে অপর পৃথিবী চলেছে গহীন তলে।
তোমার পৃথিবী তুমি নিয়ে থাকো কারো ভালো কবে চাও
তোমার পৃথিবী তুমি চাও-ভালো একটা কিভাবে পাও?
যার যার কাছে তারই পৃথিবী সাজিয়ে তোলায় হাতে,
তোমার মূল্য অপর কি দেবে নিজ চিন্তাতে মাতে।
আমি বলি ভাই অগোনা পৃথিবী যতগুলো চোখ খোলা,
নিজের লইগা পরের পৃথিবী করে দেও ক্যান ঘোলা।
তোমার পৃথিবী তোমারই প্রিয় অপরের কাছে তুচ্ছ
পরের পৃথিবী ভাঙলেই কেনো এই কথা তুমি বুঝছো