বনের হরিণ গুলো ছিলে খায় বাঘে
দেখে দেখে চোখ ঝরে একফোঁটা জল?
জানোয়ার বলে কথা ধারালো দাঁতের
মাংসের ভোজন করে জিভ টলমল।

অর্থের কাছেই জিম্মি সকল মানুষে
হেরে যায় স্বেহৃ মায়া মনের পিচ্ছিলে,
পশুটি তুলে দিয়েছে যে খুনির হাতে?
নির্দয় নির্মম তার জবা করে দিলে।

হিংস্র ছিলে গিলে খায় হিংস্র জানোয়ার
মানুষ আর পশুর কতটুকু ভিন্ন?
হিংস্র পশুর পার্থক্ কত ব্যবধান
মানুষ হারিয়ে গেছে তার থেকে ছিন্ন।

কে-না বাঁচিতে চায় এই পৃথিবীর বুকে
পৃথিবীর মায়া ছেড়ে কে বা যেতে চায়,
সুন্দর বাতাস জুড়ে কে-না চায় স্বাদ
দেও বাঁচিবার তরে ভোজন বৃথায়।

The deer in the forest were eaten by tigers
A drop of water falls from the eyes?
Beasts have sharp teeth
Tongue wobble by eating meat.


All people are hostages to money
Maya is lost in the back of her mind,
Has the animal been handed over to the killer?
If the ruthless ruthless answer him.

Violent beasts swallowed and eaten
How different are humans and animals?
What a difference a wild animal makes
People are lost and torn from him.

Who wants to live in this world
Who wants to leave the world,
Who doesn't want to taste the beautiful air
Give me food to live in vain.