আমরাই ভালো থাকি, ওরা তা চায় না
ছাড়ে না পিছ কিছুতে শকুনি হায়না,
আবেগে আপ্লুতে ভাব যেন শুভাকাঙ্ক্ষী
আমাদের স্বস্তি বোধ ওদের সয়না।
আমরাই ভালো থাকি ওরা তা চায় না
অধিষ্ঠিত হতে আর কভু কি পারবি?
মনোবল ভেঙে বলে মেধায় হয়না
বড় কিছু নেই তোগো, সবই খুয়াবি।
আমরাও ভালো থাকি ওরা তা চায় না
আমাদের সবকিছু ওদের কা সয়না?
ওদের পিছু আমরা কখনো লাগবো
আমাদের লাইব্রেরি এ কথা কয় না।
আমরাও ভালো থাকি ওরা কা চায় না?
অযথা পিছনে ছুটে আমরা না ছুটি!
ইয়ার্কি হচ্ছে গোপনে ওরা তো কি চায়!!
নিজের সুখ সন্ধানে থাকে খুনসুটি।