পোষ্য কোটার দারুণ সুযোগে
চাকরি পাইছে নিয়োগে,
হাবি জাবি তার লেখায় পড়ায়
অর্জন হলো বিয়োগে।
গ্রামের যত পাঠশালা যাও
একটু তালাশ করো,
ফাইভ পাসেও বানান পারে না
কাণ্ড মস্ত বড়।
স্কুলের নিজে ভালো শিক্ষক
সন্তান দেয় ক্যাডেটে,
নিজ সন্তান ক্যাডেটে পড়ায়
এখানে দোষ কী? যে পাঠে।
সবার চোখেতে আঙুল দিয়েই
কতকাল আর খাবা,
পোষ্য কোটার চাকরি পাইছো
আরো কত তার পাবা।
হায়রে দেশের সুযোগ সুুবিধা
ভাগ করে খায় কারা,
আসতে আছেন তুমুল লড়াই
পালাবি কোথায় দাড়া।
জন বান্ধব গুটিয়ে সুবিধা
বানিয়ে দিচ্ছে সুফল,
গরিব মায়ের সন্তান গুলো
পিছিয়ে পড়ার কুফল।
গতকাল ফের নিয়োগ দিয়েছ
আছে আগেরই ধারা
মনের থেকেই নিন্দা জানাই
চাকরি পাইবো যারা।