আমার ফেলেছে ঠেলি তার পদতলে
শরীরে নোংরায় ভরি উঠায়নি তুলে
যথেষ্ট ঠাট্টা ইয়ার্কি শুরু হয়ে গেল
আপন বন্ধু সকল গেলো মোরে ভুলে।
হঠাৎ দৃশ্য পট্য এই চেন্স হয়ে যায়
আমার আমিকে আর চিনতে পারিনি
চিনলে ও তুলে ধরতে কোথায় পারিনি
আমার অবস্থা দিলো বন্ধুর বিরানি।