জলবায়ু আজ হুমকির মুখে
ক্ষয়ে ক্ষয়ে হয় শেষ,
বরফ গুলোই গলেই যাচ্ছে
বিব্রত পরিবেশ।
কলকারখানা দূষিত বর্জ্য
সাগরের জলে মিশে,
আনে ডায়রিয়া হয় রোগব্যাধি
জন দুর্ভোগে দিশে।
গাছপালা কেটে করছে উজাড়
বেড়ে গেছে তাপমাত্রা,
নিচু ভূমি গুলো হয় প্লাবিত
রুক্ষ অগ্রযাত্রা ।