এই দিন জানো কভু হয়েছিল পৃথিবী সৃষ্টি
আদম নবীকে করেছে আল্লা করেছে সৃষ্টি,
এইদিন হবে সব ধুলিসাৎ পৃথিবী ধ্বংস,
এইদিন সেই আশুরার দিন করলে দৃষ্টি।
এইদিন মুসা উদ্ধার হলো ফেরাউন থেকে
নীল নদে সেই সাগর পাড়ায় কুদরতে জানি,
এইদিনে নূহু ঝড়ে নৌকায় ভেসেছিল গোটা
এই দিনে নবী ইব্রাহিমের শিখা হলো পানি।
তুমি কি জেনেছ এই দিনে সেই ইমাম হাসান
এজিদের হাতে হলো সত্তর খন্ডে টুকরো,
এইদিন নবী দাউদে তওবা করেছে কবুল
আল্লার কাছে এইদিন তুমি যে সাক্ষী করো।
আইউব রোগে দুরারোগ্যর মেলেছে মুক্তি
হযরত ঈসা উঠিয়েছে ওই দূর আসমানে,
আল্লার জানা এইদিন যেন কেয়ামত হবে
মহারমে সেই দশ তারিখের ঘটনার সনে।
- মুসা