তোমার থেকে দূরেই থাকি দ্যাখো নাকি আমায়?
তোমার ভেতর হঠাৎ করে কেনো আমায় নামায়?
তোমার স্মৃতি ছুঁয়ে যাইনা তবু কাঁপন ধরে!
অথচ তুমি কাছেও না আকাশ ভেঙ্গে পড়ে।

প্রেম খামারে মৎস্যজীবী দিচ্ছে ঘুরে আদার।
একলা ঘরে খাটনি খাটি হয়ে মস্ত গাধার।
তুমি জানো, এই দূরত্বে মিছে বাজনা বাজান,
তবু কেনো তোমার নামে দিচ্ছে মনে অজান?

তোমার দিকে হাত বাড়ালে ফুরিয়ে যায় আশা,
তোমার মনে হারিয়ে কেনো আমি আজো চাষা।
তোমার থেকে দূরেই থাকি আসি কিসের টানে,
কেনো জানি ভাল্লাগে না যত ফুলের ঘ্রাণে।