অবুঝ মনে বালিকা! প্রেম করো না কো
হৃদয়ে ভাঙার শব্দ, শুনোনি কখনো?
অনিশ্চিত ঘর করো,সঙ্গ জুড়ে থাকো!
এটা স্বর্গীয় কল্পনা ,আহ্লাদী জাগানো।
বাস্তবে দুরত্ব এর অনেক ফারাক
ভুল মানুষের সংখ্যা এতটা প্রস্থান,
হৃদয় হীনা আজকে প্রেমের চেরাক
প্রতারণা খেলা মাত্র, আড়ালে স্লোগান।
প্রথম লুটবে মন দ্বিতীয় শরীর
তারপরে বাস্তবতা দুয়ারে দাঁড়ায়,
শুরু অবহেলা তার কথাও অস্থির!!
অজুহাত খুঁজে দিয়া, এমনি হারায়।
জীবনে প্রেম আসে তো অবুঝ বয়সে
দেহের বাড়ন্ত দিনে রসে ভরা মনে,
মানে না বিপত্তি বাঁধা অসহ্য সয়সে
দুর্বার উচ্ছাস রক্তে নির্ভীক আপনে।
সময় এসে বুঝায় বাস্তব জীবন
হয়নি ছেলের কভু বিয়ের সময়,
নিজের পায় দাঁড়ানো হয়নি এখন!
ব্রেকাপ ছাড়া তখন, হবে না উপায়।
প্রেম নাটক সিনেমা, না আমরা ভাবি!
বাস্তব বুঝে ডুবেছ প্রেমের পুকুরে,
সাঁতার নাকো জানলে কিনারা হারাবি
ফাগুন ভোলা জীবন যৌবন দুপুরে।