কার জন্য মন আজ- কেঁদে কেঁদে উঠে
হঠাৎ করে হৃদয়ে,কার ছবি ফোটে!
শাপলা শালুক নয়, রজনী গন্ধার
বলিবো করে কথাটা ফুটলে না ঠোঁটে
বলতে গিয়েও কথা,মুখ থেমে যায়
বিনা ভাবনায় আমি কাকে খুঁজে পাই
কোথায় রয়েছে আর অকৃত্রিম সুর
কার দুয়ারে হঠাৎ ঝরে ঝরে যাই
কত টাকা বিনিময়ে এটা কেনা যায়
সাগর হয়ে কবেই বয়ে বয়ে গেছি
স্রোতের সূত্রে ভেসেই সমীপেষু হয়ে
হয়ে গেছে রোজ রোজ অনেকটা বেশি।
এভাবে তোমার জন্য ঝরতে ঝরতে
কখন যে আমি আর এত ঝরে গেছি
কখনো ভাবিনি আমি এত ঝরে যাবো
তোমার মন থেকেও তাও ঝরে যাবো ?