চেষ্টা করে দেখরে এবার উঠে দাঁড়া
আর কতকাল সহ্য করবি,
উপুড় হয়ে শুয়ে আছি পিঠের উপর রাস্তা ভেবে
চলে গেছে হাজার হাজার পা,
ছর বাকল উঠে গেছে আমার পিঠে
আমি তো আর নয় রে কেনো
প্রশাসনিক রাস্তা জুড়ে নতুন কোনো বাজেট এলে
মেরামতে ধুম লাগাবে।
নিত্য আমার পিঠের উপর আস্থা নিয়ে
পা ফেলে দেয় মানুষ হগল
আমি কি আর মানুষ কোনো
খেল করে না পায়ের কাছে
আমার পিঠে রক্ত ছোটে ছিটকে গেছে
নদীর কাছে নদী আমায় খবর পাঠায়
উঠে দাঁড়াও,
যেমন আমার ঐ আগামীর আশা গুলো
পায়ে চটে ধুলোবালিছাই করেছে,
বাড়ির সাপে মারছে ছোবল ঐ বিষেতে
যন্ত্রণা তে শুয়ে পড়ছি রাস্তা জুড়ে,
রাস্তা ভেবে চড়ছে গরু
চড়ছে মানুষ চড়ছে ছাগল চড়ছে কতো আগল পাগল
চড়ছে কতো মানুষ গুলো পিঠের উপর
কোনো রকম আপুর দিয়ে রাস্তা থেকে উঠে দেখি!
তারপরে যে উঠে, দেখি ক্লান্ত শরীর
সবাই কেমন হীরা সোনা কুটুম পাখি
সবাই কেমন স্বাস্থ্যবানে আমি কেমন রোগা রোগা !! তাইতো বুঝি ছেড়ে গেছে পল্লীবিনী ভালোবাসা।