এখনো বুলেট ছোড়ে দমন করতে এই বাংলাদেশে,
এখনো রাস্তায় পড়ে আগের মতোই বাঙালির লাশ,
এখনো জুলুম হয় এখানে ওখানে এই দিন দিন
এখনো বাংলার ঘরে প্রতিহিংসা থেকে আনে সর্বনাশ।

পাকের শাসন যেন,আনাচে কানাচে আবার দেখেছি
ভিন্ন কায়দায় চলে, অবিচার যেনো বাঙালির তরে,
এখনো ব্রিটিশ যেনো, এই বাঙালির চালায় স্বদেশ
এখনো বাংলার ঘরে,শুনেছি সংবাদে কত লাশ ঝরে।

এখনো বাদি মিলেছে,অমানুষ হয়ে মিথ্যা মামলায়
পাকেরা যেমন দিতো, মন চায় যাহা বাঙালির তরে,
এখনো গুম খুনের রক্তারক্তি কাণ্ড রাজপথে লাল
এখনো দুর্নীতিবাজ, বাংলাদেশ এর সর্ব স্তরে স্তরে।

এখনো পাক বাহিনী, মনে হয় দেশে! ছড়ায় তান্ডব
মনে হয় অবিকল ঘুরপাক খায় পাকের শাসন,
বাঙালি বাঙালি মিলে সামান্য কোন্দলে খুন আর খুন
নিজের জাতিকে মেরে, নিজ হাতে ধন্য দিয়েছে ভাষণ।


বাক স্বাধীনতা নেই এখনো বাংলার খাঁচায় মানুষ
অবিচার  দখলের কায়েম চলছে দলীয় প্রভাব,
লুণ্ঠন হলো বাংলায় সাধারণ থেকে সর্ব অধিকার
এখনো হিংস্রতা আনে বাঙালির ঘরে ছড়ায় উত্তাপ।

এখনো মুক্তির জন্য বাঙালি সমগ্র করে আন্দোলন
রাস্তায় নামতে হয় পড়াশোনা ছেড়ে শিক্ষার্থী আসর,
এখনো দাবি আদায়ে দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায়
উপর ওয়ালা যেন  চুপচাপ ঘুমে আচ্ছন্ন কাতর।

ব্যক্তিগত শত্রুতার রাজনীতি চালে প্যাচায় মামলা
এখনো হিংস্রতা নিয়ে লুটপাট থেকে রাজনীতি চলে
জাতির মাঝে এখনো স্বস্তির নিঃশ্বাসে অস্থিরতা সৃষ্টি
একদল হায়নায় নিজ ক্ষমতায় শান্তি পায় দলে।