পাতা ঝরা দিন চাক্ষুষ দেখা কয় জনে জোটে,
অনাবিল সেই আনন্দ ঢেউ নিজ কে ঠেকায়,
আম্র বনের ফুলে বিপ্লব চলে শ্রেণী রেখা
কুড়ি বর্ধনে তরুণ মুকুল আমাকে দেখায়।
সরিষা বর্ণ ধূসর হয়েছে বুড়ো হয় ক্ষণজীব
বিদায় নিয়েছে কয়েক দিনেই সরিষার চাষ,
কচি অঙ্গজ ধানের গোছাই চেহারা দিয়েছে ভাসন
মনে হয় ওই এবার দাড়িঁয়ে সবুজ আকাশ।
মেহগনি পাতা ঘরের দুয়ারে পাঠায় অনেক চিঠি
বিনা খামে যেন বাতাসে উড়ছে লেখা ফাল্গুন মালা,
গাছের অঙ্গে ফাল্গুন কহে নতুন পোশাক পড়ো
এক বছরের জন্য জড়িয়ে থাকার এক্ষুণি পালা।
দক্ষিণ বায়ু আগাম দিনের শুভেচ্ছা টুকু ছাড়ে
বৃষ্টি বাতাস আর তুফানের নকশা খেলায় মনে,
সুখের দিবস পেরিয়ে প্রকৃতি আগামী কপাট কাঁপে
নতুন মুকুলে ডাল পালা গঁজে মজবুত কাল ক্ষণে।