হাজার নদীর গোড়া সাগরের বুকে
হারায় আমার দেহ জলের অসুখে,
ছিন্নভিন্ন যোগসূত্র কাঁদে দুখে দুখে
হারিয়ে যাই অস্তিত্ব বংশের বিমুখে।
খাল বলে মরে যাই ভুখন্ডের কোলে
বংশধর কার আমি সাগর সন্তান,
অথই জলের মধ্যে ঢেউ হয়ে তোলে
ইচ্ছা করে হয়ে যাই বুকে বড় টান।
হেলায় ফেলায় রাখো ময়লার স্তূপে
আমায় বিনাশ করো সাগরে না জানে,
সাগর চিঠি দিয়েছে ভেজা চুপচুপে
আমাকে বাঁচতে দাও মঙ্গলের গানে।
কচুরি পানা আমাকে করছে দখল
জল দিয়ে সাধ দেই হাজার ফসলে,
লক্ষ কৃষকের কাছে কত মনোবল
আটকা পড়ে রয়েছে বাঁধার কবলে।