একটি সতেজ সকাল জেগেছে এই বাংলায়
বাংলার পথে বহুদূর যেতে আরাম্ভ করে,
কেউ তো জানেনা খুনিদের হাতে মৃত্যু ঘটবে
এই শেষ আলো" এই শেষ দিন "হবে চিরতরে।
পাখি গান গায় ফুলে ফুলে ভরে যেন চারদিকে
নতুন স্পর্শে বাতাসের দোলে পাতা নড়ে যায়,
এই প্রকৃতিতে ফুরফুরে হয়ে সারাদিন কাটে
সবে সন্তান এই বাংলার মাটিতে জন্মায়।
স্বচ্ছ শরীরে আলোটুকু দেয় এই বাংলায়
স্বচ্ছ জীবনে যাপনের দিকে বলেছে চলার জন্য,
বাংলার মায় ইশারা করায় তোমাদের দিকে
অনিয়ম দিয়ে পথ আটকিয়ে হয়েছো যখন ধন্য।
কেবল বাঙালি বাঙালির মাথা আর ভেঙে খায়
বাঙালি নিজের স্বার্থ খেলায় অমানুষ হয়ে,
বাঙালির বুকে পশুর ভূমিকা পালন করছে
এমন মন্দ বাঙালিকে করে কলুষিত ময়ে।
তোমার দাবির মুখে বিধ্বস্ত সাধারণ লোক
তোমার চরণে পিষ্টে পিষালে দূর্বল লোক,
দেশের অর্থ দেশের বোয়াল ভাগ করে খাও
মানুষ ঠকিয়ে লুটপাট করো করো দুর্ভোগ।
গরিব কেবল দিন দিন ধরে গরিব হচ্ছে দেশে
দালান কোঠায় স্বস্তি নামিয়ে ঘুমাও বালিশে,
রাজনীতি তুমি ভালোভাবে জানো আর হালচাল
দখল তোমার বড় আকাঙ্ক্ষা দরবেশ বেশে।
হয়রানি করো বাংলার বুকে একটু বেরালে
কেবল তোমার দলীয় জোটের বিপক্ষ হলে,
পশুর মতন অবিচার করো ঝাঁপিয়ে পড়তে
সন্ত্রাসী হয়ে সাধুবাদ পাও পক্ষের দলে।
চাকরির কাছে মোটাতাজা ষাড় তোমার দখলে
কোথাও স্বচ্ছ সতেজ নেইকো এই বাংলায়,
মুখের চাটামি আর বড় কথা আকাশ ছেদায়
কতকাল ধরে বাংলার বুক হবে অসহায়।