দুঃখের নদীতে ডুবে হাবুডুবু খাই বহুকাল ধরে,
মৃত্যুর সাথে পাঞ্জায় জিতেছি দাঁড়িয়ে আপ্রাণ চেষ্টায়,
কাছে থেকেই দেখেছি মৃত্যুর দুয়ার জীবনের ক্ষণে
যুদ্ধ করতে করতে ভুলে আছি প্রেম কাঙ্খিত পৃষ্ঠায়।
বহুদিন ভালোবাসা হীন পৃথিবীর সাথে বসবাস,
মরুভূমির হৃদয়ে ফুল ফোটে নাই শুষ্ক হাহাকারে,
জীবন যুদ্ধের কাছে বারবার ফিরে দেখার সুযোগ
জীবনের আশেপাশে বসন্ত উচ্ছাসে অলীক এপারে।
এমন অবস্থা থেকে হঠাৎ মনে হলো সঙ্গীনির টান
দুই জন যদি হয় খোলা আকাশের নীচে স্বপ্ন হবে
নতুন করে আবার বাঁচার চেষ্টায় রোদকে পোহাব
এসেছিল কেউ কাছে ভেঙে দিয়ে গেল যতটুকু ছিল...
এর আগেই জেনেছি মানুষ নিষ্ঠুর বেইমান হয়,
অবশেষে জেনে গেছি প্রেমিক নিষ্ঠুর বেইমান হয়,
ভুল মানুষ জীবনে এসেছিল ঘেঁষে দুঃখের সাগরে
এতদিন যেটা নদী আজ সাগরকে ছুঁয়ে যায় একা...