ঘোষণা হয়েছে আজ অন্যায় কারীর ধর্ম নাই
হিন্দু মুসলিম নয় নহে ধর্মের সদস্য,
জাত নেই পাত নেই জীবন বৃত্তান্ত নেই
কোনো পরিচয় নাই সমাজে নাই সাদৃশ্য।
আল্লাহ আরশ নাই সত্যের পরশ নাই
অন্যায় কারীর নাই সহযোগী নাই হায়!
যদি সহযোগী থাকে অন্যায় কারী সামিল
অন্যায় কারীর পক্ষে সমান পাপ বর্তায়।
অন্যায় কারী গুষ্টি র কোনো অন্তর্ভুক্ত নয়
যদি থাকে সে সমান অন্যায় পাপে সামিল,
অন্যায় কারীর কাছে সত্যের মূল্য আহত
অন্যায় কারী সুস্থতা কামনা হীন দাখিল।
অন্যায় কারীকে যদি সাহায্য করানো হয়
অন্যায় কারী সমান পাপ মাথায় বর্তায়
ঘোষণা করা হয়েছে তার কোনো প্রভু নাই