চলে যেতে চাইলে কেউকে ধরে রাখা যায়?
সত্যি কারের মানুষ যায় না কতকিছু হয়।
অভিমানে বোঝাবুঝি হতেও পারে ভুল,
তাই বলে কি হারিয়ে যাবে নয় হৃদয়ের ব্যাকুল।
ঘন ঘন মন বদলের ইচ্ছা যদি হলে,
যায় না ধরে তাকে রাখা ইচ্ছা নদীর জলে।
আসল নকল মানুষ চেনা আজকে বড় দায়,
এক জীবনে এই কতোটা ঘটেছে অধ্যায়।
ভেবে দেখুন এই পৃথিবী কেউ যে কারো নয়
নতুন কালে ভালো সবই কিছু দিনের পরে,
ভালোলাগা মনের ভেতর যেনো পচন ধরে।
মনের মত,দেখতে কিন্তু পরক্ষণেই চায়,
কিছু দিনে উল্টো বাতাস ধরে তাকে পায়।
অনেক কিছু হারিয়ে গেছে না চাওয়াতে পরে,
কিছু মানুষ হারিয়ে যাবে অনেক বায়না ধরে।
অনেক ব্যাথা ভর করে নেয় অনেক অগোচরে,
কিছু ব্যথা যায় না দেখা মনের ভাঙা চরে।
® শাকি-