অনেক কথা বলতে গিয়ে অনেক কিছু থেমে যায়,
অনেক কিছু বলতে গিয়ে অনেক শরীর ঘেমে যায়,
অনেক কথা বলতে গিয়ে অনেক নীচে নেমে যায়।
তবু মানুষ বেঁচে থাকে অনেক কথা মনে গাঁথে,
অনেক খারাপ থেকে থেকে মুখে বলে ভালো থাকে।
অনেক কথা আড়াল করে অনেক কথা বলে যায়।
অনেক কথা মুখের উপর অনেক করে বলে যায়,
চালাক মনে অনেক কিছু অনেক জনকে বোকা বানায়।
অনেক কথা বলার কাছে অনেক ভালো লেগে যায়
অনেক করে তার পিছনে শুনতে যেনো টেনে পায়।
অনেক কথা বলার জন্য অনেক দূরে চলে যায়
অনেক কথা বলার জন্য অনেক হৃদয় ভেঙ্গে যায়।