থাপ্পড় দিয়েছে গালে ভোরের দুহাত
ছিটকে পড়েছে ঠিক গোলক পৃষ্ঠায়,
নিজেকে মনে হয়েছে কোনো এলিয়েন
উড়িয়ে নিচ্ছে বেহুদা রাহিত্য নিষ্ঠায়।
মনেহয় স্যাঁতস্যাঁতে ছোড়াছুড়ি জলে
মাটির শরীর বৃষ্টি অতঃপর কাঁদা,
এতটা ঘৃণার চোখে ময়লার ডাস্টবিন
আমি যেনো আবর্জনা সব আর সাদা।
লাথি চড় খাই নিত্য অযোগ্য শরীরে
কিল ঘুষি খাই নিত্য চোখের কোণায়,
বড় অযোগ্য করেছে একটি ঘোষণা
সমুদ্র এসে আমাকে তখন শোনায়।
জোতার তলেই চাঁপা দিয়ে যাও তুমি
আমার শরীরে যাও দলাচটা করে
একাকী চলার ফিরে পথে পথে চলি
ব্যথিত ব্যথায় সেটা ফিরে মনে পড়ে।