আসুন বিভেদ ভুলে মানুষ হিসেবে বাঁচি
মানুষ আমি আমার এই পরিচয়ে জোর,
বিশ্বত্ব মঞ্চে দাঁড়িয়ে চলো মাথা উঁচু করি
এখুনি সময় এলো তাই ঘুরে দাঁড়ানোর।

বন্ধনে বন্ধনে চলো- জাতিতে আবদ্ধ হই
ফ্যাসাদ ভোলার দিন এলে সম্মুখে দাঁড়াই
মানুষে মানুষে ভাই কোন ভেদাভেদ নাই
অপরাধী ছাড়া যেন এই হাতটা বাড়াই।

এখুনি সময় এলো স্বীয় প্রমাণ করার,
গোলাগুলি থেকে চলো আজ গলাগলি ধরি,
আর বিদ্বেষ হিংস্রতা যেন দূর হয়ে যাক
নিজেকে গোছানো নেয়া সময়কে বের করি।


অপরাধ চক্র গোষ্ঠী সংযত বর্জন করি
বিবেক জাগ্রত করি মানুষে হিসেবে এই
তার প্রমাণ করার এসেছে সময় ঘুরে
মানুষ থেকে যারাই রয়েছে যে দূরে...

-মুসা