দুর্নীতি ও জালিয়াতি
দূর করতেই ছিলো একটা রাস্তা,
তিনি একজন বঙ্গবন্ধু
তার প্রতি যে আস্থা।

তাকে আমরা হারিয়ে ফেলছি
দুর্ভাগা এই জাতি,
তাইতো এখন অশ্রুসিক্ত
দুঃখ মনে গাঁথি।


বঙ্গবন্ধুর কন্যা আছেন
ধরছেন দেশের হাল,
সব অধিকার ফিরে পাবো
সূর্য উঠবে কাল।

অনাহারীর আহার দেবেন
দেবেন মুখে ভাত,
সেই অপেক্ষায় সময় গোনা
  থামবে অশ্রুপাত।
-মোঃমুসা