ভীষণ ঠাণ্ডা থরথর করে কাঁপে কারা ওইতো,
আবহাওয়ায়, খবর দিয়েছে বয়ে যাবে শৈত্য।
আশেপাশে আছে এমনকি কেউ
যার নেই শীতবস্ত্র,
করো দান করো একটি জ্যাকেট
তারে না দিয়ে কি করছো?
ফুটপাতে যারা অসহায় হয়ে করছে রাত্রি যাপন,
হয়ে যাও তুমি দুহাত বাড়িয়ে
হয়ে যাও আজ আপন।
এই ঠাণ্ডায় কম্বল হীনে
সুয়েটার বিনে রাত দিতেছে ঝাঁপ,
তারা ভালো নেই প্রতিবেশী হয়ে
তুমি ভালো থেকে কি লাভ?