সবার উপরে থাকে সত্তা
বুঝতে একটু চাও,
বন্ধ করো প্রাণী হত্যা
ওদের বাঁচাতে দাও।

কাটো চিমটে তোমার দেহে
চিৎকার করো ব্যথা পেয়ে
কিনছে গরু মহিষ হাঁটে
নির্বিচারে সব গলা কাটে

মৃত্যু দুয়ারে থেকে হায়!
একটু বাঁচতে চায়
নেই কি অনুভূতি গাও,
ওদের বাঁচাতে দাও!

কুকুর বিড়াল আর প্রাণী
প্রসঙ্গ একটু আনি
দরদ নেই কা তার জন্য,
জীবন্ত নিরীহ বলে গণ্য
এই পৃথিবীতে তাও
একটু বাঁচতে দাও

মারছো মাথায় লাঠি
তোমার জীবন খাঁটি
ওদের জীবন মাটি
ব্যথা কতটা বুঝেই চাও
ওদের বাঁচাতে দাও।

এই সুন্দর পৃথিবী ভাই যার
আছে সবার বাঁচার অধিকার
জীবন রয়েছে যার
একটু বাঁচতে দাও

১০+৮+৮+৮
১০+১০+১০
১০+৮+৮+৮
১০+৮+
১০+৮+৮+৮
৮+৮+৮

১০+৮
৮+৪
৮+৪