কত অচেনায় নির্ভীক হয়ে
তাকিয়ে রয়েছি নিজের মুখেই,
আমার আমি কে পারিনা চিনতে
হারিয়ে গিয়েছি পরের সুখেই।
কত টা গোছালো ছিলই ঘেরাও
আজ অগোছালো পথের সাঁকায়,
বার বার দেই ভাঙা আর জোড়া
আমি ভেসে যাই জলের চাকায়।
এখানে খুঁজেছি এ কালে সে কালে
কত ব্যাবুঝ কে বুঝিয়ে বুঝেছি,
আগের মুখটি চাই উদ্ধার
পাইনি পুরানো তালিকার সূচি।
আমার স্বাদের বর্ণ আমার
কোথায় হারালো আর দেখা নেই
আমার সামনে আমার ছবিটি
ঘোলাটেই হয় খায় শুধু খেই।
পরের সুখের করা গুণগান
আপনাকে ভুলে পরের সুখেই,
নিজ জুলুমের হলেই শিকার
এটা অপরাধ জগত বুকেই।
মানুষের সুখে মানুষ এগুবে
অমানুষ এর আগানো কে ভুল,
কে মানুষ আর কে বা অমানুষ
চিনতে হইবে মনে সংকুল।