তোমার কাছে ঘরের চাবি
তোমার কাছে কপাট,
আমি বৃথাই শাবল চালাই
শক্ত হাতে সপাট।
তোমার কাছে উঁচু প্রাচীর
তোমার কাছে দ্বার,
আমি কেবল দাঁড়িয়ে থাকি
চেয়ে পারাবার।
তোমার কাছে চাবির গুচ্ছ
তোমার কাছে পথ,
আমি কেবল তৃষ্ণা কাতর
টানি স্বপ্নের রথ।
তোমার কাছে সবই বাঁধা
রূপ সৌন্দর্যের ডাল,
আমি কেবল ব্যর্থ দিয়ে
কাটাই বহুকাল।
তোমার প্রাচীর ভাঙবো কি দিন,
প্রশ্ন বরাবর,
আমার স্বপ্ন আটকে থাকে
তোমার মৌন দ্বার।