নতুন থাকতে সবকিছু ভালো লাগে
মন চায় বলি, এত ভালো কেন তুমি?
এমন মানুষ এক জনমেই মিলে
কোথায় আছিলা এতদিন পরে এলে।
মানে এই বুঝি, ভালো থাকা এলো ফিরে
ভুলের মেঘেকে দেখতে দেখতে ক্লান্ত,
এই বুঝি কেউ আমাকে দিয়েছে স্বস্তি
জীবনের কাছে চাওয়ার আর নেই।
চলতে চলতে পুরাতন হয়ে আসে
ক্ষয় হয়ে যায় নতুনের স্লোগান,
ভালো লাগা টুকু ময়লার খাদে পড়ে
মনে হয় কোনো ভুল আর ভুলে ভরা.....
দিন যত যায় পুরাতন হতে থাকে
পুরানো মানুষ আর ভালো লাগে না,
মনে হয় কোনো ভুল হয়ে গেছে আজ
বিরক্ত লাগে তার পরিবেশ ....
ভুলে যায় তারে ভুল বোঝাবুঝি থেকে
সেই নতুনের দিকে তাকিয়েই আছি,
কেমন আছিলো প্রথম সুত্রপাত।
অবশেষে সেটা হয়ে যায় ভুল মানুষ...
আর ভালো থাকা হলো কবে?