নতুন প্রজন্ম কেন?ইতিহাস ভুলে যায়  
মুক্তিযুদ্ধের উৎসর্গ জাতির রক্তক্ষরণ!
বাঙালি ভুলে গিয়েছে এই বিশ্বাস হয়না
আমার পায়ের নীচে আমার আছে চরণ।

তোমার ধূলিতে আজো যুদ্ধে রক্ত লেগে আছে
রক্তের স্রোত লেগেছে! সেই বাঙালি মৃত্যুতে,
সেই অবদান কেউ ভুলতে কি পারে বলো?
সেই চেতনা আমার আজো চলছে শক্তিতে।

শোনো নতুন প্রজন্ম, যদি কান পড়া দেয়
ভীরু কাপুরুষ হয়ে তাতেই নিভে যেওনা
তোমার শক্তিতে হবে এই স্বচ্ছ বাংলাদেশ
তোমার হাতে উঠবে সত্যের উদঘাটন।

শহীদ রক্তে রঞ্জিত ওই অঙ্কিত পতাকা
অস্বীকার করা যায় কভু ভাবনা ছিল না
শরীর শিউরে উঠে এমন রুক্ষ চিন্তায়
তুমি ভুলে গেছো কিন্তু তা উৎসর্গ মুছবে না !

বিপ্লব হলো বাংলায় এই কিছুদিন আগে
ছাত্র জনতা সংগ্রামে ছিল আত্ন বলীয়ানে,
আত্ন বলিদান থেকে পায় মুক্তির উপায়
খুঁজে পেয়েছে বাঙালি দীর্ঘ জাতি নির্যাতনে।


এই সংগ্রামী চেতনা ছিল সেই বায়ান্নের
এই সংগ্রামী চেতনা ছিল ফেরা একাত্তরে,
এই সংগ্রামী চেতনা ব্রিটিশ বিরোধী ত্যাগে
এই চেতনা জাতির চলে রন্ধ্রে রন্ধ্রে ঘুরে।

নতুন প্রজন্ম তুমি ভুলবে কি করে হুম?
সেই রক্তের শরীরে ভিজে গেছে রাস্তাঘাট!
ভিজে গেছিলো মায়ের রক্তাক্ত মায়ের কোল
কেমন করে ভুলবে কোথায় আস্থার হাঁট??

একাত্তর হলো সেই চির মুক্তির প্রেরণা
অন্যায় দেখে বাঙালি ঘুরে ঝাঁপিয়ে পড়ার,
পিছপা হবে না কিন্তু দলবেঁধে জাতিগোষ্ঠী
মুক্তির বিপ্লব হবে দেশ কল্যাণ গড়ার।