নতুন আশা
মোঃ মুসা
নতুন বছর নতুন আশা
নতুন দিনের কথা,
মিষ্টি সুরে বাজে সবার
হাসিখুশি ব্যথা।
নতুন ফুলে, নতুন রোদে
মাঠে খেলা করি,
নতুন বইয়ের পাতায় পাতায়
নতুনে জ্ঞান গড়ি।
নতুন সবার মেলায় মিলে
বন্ধু করি হালে,
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক
গ্রাম-শহুরের কালে।
নতুন বছর দেখায় স্বপন
মুছব আঁধার রোগ,
জ্ঞানের আলোয় সূর্য কিনব
ফেলে-অনুযোগ।
ছড়া (২)
নতুনের গান
নতুন দিনের আলো নিয়ে
সূর্য ওঠে ভোরে,
পাখির ডাকে ঘুম ভেঙেছে
মিষ্টি সুরের ঘোরে।
নতুন জামা, নতুন জুতো
স্কুলের পথ ধরি,
হেসে খেলে সবার সাথে
নতুন বই যে পড়ি।
নতুন দোস্ত, নতুন খেলা
সারাবেলা মাতি,
ধানে ভর্তি উঠুন দোলে
চলছে গাদাগাদি।
আমরা যারা ছোট শিশু
জীবন সাজাই সবে,
করতে হবে পড়ালেখা
বড় হব তবে।
নতুন বছর এলে
মোঃ মুসা
নতুন বছর ফিরে এলে
নতুন শ্রেণিত উঠি,
নতুন বইয়ের গন্ধ নিয়ে
স্কুলেতে ছুটি।
নতুন নতুন গল্প পড়তে
দারুণ মজা লাগে,
নতুন নতুন ঐ কবিতা
পড়ি আগে ভাগে।
নতুন স্যারে, নতুন ম্যাডাম
যেই ক্লাসে আসে,
কী আনন্দ লাগে সবার
সবাই আশেপাশে।
নতুন বছর এলে সবাই
স্কুলে যাই তবে,
মা বলেছে পড়লে তোমরা
অনেক বড় হবে।