নতুন আলো ছুঁয়ে চেনা ফলক ভাঙে,
পুরানো স্মৃতি ঢাকে শূন্যতার ছায়া।
মৃত্যুপুরী ঘরে জমে পথের ধুলো,
নব কাব্যে ঝরে ক্ষয়িত আড়িপাতা।
পুরানো দিনের গান, ভাঙা সুরের ডোর,
তাজা কণ্ঠে আসে এক নতুন সাড়া।
অতীতে ছাপ নেই, নতুন রঙে বই,
নতুন পাতায় লিখি সিঁড়ি-পথের ধারা।
নতুনে হারাই কি? পুরাতন সত্তা!
মুছে দুঃখ স্মৃতি, সুরঞ্জিত দিনে,
নতুন উল্লাস নতুন বছরের
পুরানো হৃদ জাগে নতুন নেই কিনে।