নোংরা কাজে মজা লুটে ছেলে মেয়ের দল,
ঐ আগামীর দিনে তোমার ভাঙবে মনোবল।
কাঁদবে তুমি চোখের জলে দেখবে না কেউ ফিরে,
তোমায় নিয়ে হাসি ঠাট্টা হবে ঘুরে ফিরে।
ভাবছো তুমি জানবে না কেউ মস্ত বড় ভুল,
সত্য তবে উঠে ভেসে ডুবা নদীর কূল।
আমরা সবাই মানুষ বলে রক্ত নিশান জুড়ে,
সমাজের দায় সঙ্ঘ সাথি চলে কাছে ঘুরে।
রাস্তার কাছে পশু কুকুর নোংরামি নাই দায়
মা, বাবা,বোন নাইরে কিছু চাদর সীমানায়।
মানুষের ওই আছে বিয়ে সামাজিক দায় নীতি,
পশুর মত কাজটা তবে পশুর মত প্রীতি।
যার স্বভাবী পশু ধরে সে কি মানুষ কবে?
ভবিষ্যৎ এ থুথু ফেলবে তোমায় দেখে তবে।