কে মুসাফির কে যে আমীর
নিজে বানাও নিজের সুনাম,
কিতাব কোরআন মুখস্ততে
মুখে উঠাও পরের দুর্নাম।
খোদার কাছে কতটুকু গ্রহণযোগ্য হলে তুমি,
নাকি তোমার দাপট দেখে
খোদায় তোমায় ঘেন্না করে,
হতে পারে পথের ধারে ওই সাধারণ
পথিক যে ভাই বড্ড প্রিয় খোদার ধারে।
কিতাব কোরআন মুখস্ত যে
করে করে নিজেক বলছে
শ্রেষ্ঠ মুমিন,
এমন কোন নিশ্চয়তা আছে নাকি
তোমার অধীন??
খোদার কাছে মানুষ প্রিয়
ধর্ম বর্ণ নির্বিশেষে সব অধিকার সংরক্ষিত
সবার পেটে আহার যে দেয়!
খোদার কিতাব যে জন পড়ে
খোদা বুকে ধারণ করে,
অতি নম্র অতি ভদ্র মানুষ হয়ে
লুটিয়ে পড়ে।
নবীর বুকের খোদার কিতাব
জেগে ছিল তা আচরণ এত সুন্দর
দুষ্টু জনের মন গলে যায়