নবীকে তাহারা করে অপমান জেনে কিছু্ আর বলে্,
যার কাছে গেলে রুক্ষ মেজাজ যেত যেন করো গলে।
শ্রেষ্ঠ আমার শ্রেষ্ঠ মানুষ নুর নবী হযরত
আমরা সকলে বড় গুনাগার আপনার উম্মত।
হঠাত করেই মুখের উপর যারা করে বানোয়াট,
তার জীবনীকে কখনো কী তার করে কী একটু পাঠ।
যদি পড়তেই বলতে কখনো তোমারি শেষ্ঠ পথ।
ওমর গিয়েছে তলোয়ার নিয়ে ছিনিয়ে আনবে জান,
বিপরীতে তার চেয়েছিল ক্ষমা হয়েছে মুসলমান।
তোমার ধর্ম তোমাদের বড় আমাদের সুমহান,
কেন বিদ্বেষ কেন বিদ্রুপ কেন গাও তার গান ।
মিলেমিশে যেন একসাথে থাকি করালেন যে শপথ...।