মুসলিম বলে ঈমানের দাবী করছে মুসলমান
টুপি পাঞ্জাবি ফতুয়া সুরতে কিতাবে একটি দল,
কিতাব বুকেই রসুলে হৃদয় তাওহীদে মনোবল
কিতাবের বানী কতটুকু নিজে ধারণ করেছে বল?
কিতাব পড়ছে আল্লাহ চিনেছে নবী আদর্শ সুরে
ওয়াজের সুরে অন্যকে বলে নিজ হেদায়েত নেই,
আল্লার কথা নিজেই মানতে ধামাচাপা দিয়ে রয়
তবু নাকি শুনি ওরাই মুমিন সত্যের হলো খেই।
নবীকে যখন পাথর মেরেছে ভিন্ন ধর্মের লোক,
একটি গলির শব্দ ছাড়েনি মহা আদর্শ মুখে,
আঘাত করলে চেয়েছেন ভালো দুশমন যত ছিল
নবীর পথেই হাঁটছে মোল্লা কটাক্ষ করে সুখে।
এই যুগ সেই মোল্লার দল আদর্শ কত মানে?
সেই নবীজীর আদর্শ দেখে হৃদয় গিয়েছে গলে,
এখন মোল্লা এত লাফালাফি দেমাকে সিটার কয়
ওই কী নবীর আদর্শ মানো নাকি চলে ছলেবলে।
আমার দ্বিতীয় কবিতা।
ইচ্ছের ঘনঘটা
দুইভাগে মন ডুবানো ইচ্ছে আমাকে ধরে না
এমন ইচ্ছে আমি পালি নাকো- তাই মনজুড়ে,
এক ঠিকানায় একটি বিষয়ে একবার লিখি
একটি চিঠির উত্তর পেতে ছটফট করি অনলেই পুড়ে।
দশজনে ডুবে চুপচাপ বসে মাছ ধরে যাই
বোয়াল মাছের বড় লিপ্সায় কৌশলে ধরি,
এইসব কিছু আমার জন্য সাপোর্ট করে না
এক মন প্রাণ একক ইচ্ছা নির্বাচন করি।
হারজিত নয় হয়তো তাকেই আপনার করি
নয়তো তারই হৃদয়কে মাপি কেমন হৃদয়!