আমার দুঃখে আমার ব্যথায়
খেদায় নেয়নি খোঁজ,
আমিও এমন তারই সৃষ্টি
আমার আজ সংকোচ।
আমাকে করেছে কঠিন আঘাত
আমাকে দেয়নি ঠাঁই,
চলার রাস্তা করছে কাঁটায়
এ কেমন হাই হাই।
মরনের ধারে নিয়েছে আমারে
ফিরে আসা কত দায়,
সেই জালেমের সচল জীবন
দেখছি হায়রে হায়।
আমাকে করেছে কত মানহানি
সয়েছি প্রতিটি দিন,
চলতে পারিনি এই পথ জুড়ে
হয়নি কিছু স্বাধীন।
ঠকতে ঠকতে জীবনের কাছে
চেয়েছি এক যে নারী,
আমার দুঃখে ভাঙাচোর দেখে
গিয়েছে আমায় ছাড়ি।
নির্বাক দেখি এই পথ ঘাট
আমার জীবন হাঁটে,
বড় উপহাস আমিই কেবল
চিকন সুতোয় কাটে।