নিয়ম করে ঘুমিয়ে পড়ি নিয়ম করে উঠি
নিয়ম করে সবকিছুতে আমি রে ভাই ছুটি।
নিয়ম করে ধীরে সুস্থে নিজের পথে চলি,
নিয়ম করে মুখের কথা নিয়ম করে বলি।
নিয়ম করে ভালো মন্দ সবকিছুকে ঘাঁটি,
অনিয়মের ধার ধারি না নিয়মে করে হাঁটি।
নিয়ম করে কবিতা লিখি নিয়ম মানি ছন্দ,
এই নিয়ম কেউ আমাকে বলে বলুক মন্দ।
নিয়ম করে সকল কিছু পেতে আমার সাধ,
অনিয়মের সব সুবিধা হয়ে যাকরে বাদ।
নিয়ম করে ভোর উঠেছে নিয়ম করে ডুবে,
অনিয়মকে নিজের ঘরে টানছো কেন চুপে।
নিয়ম করে তুমিও চলো,চলুক তবে সকলে,
অনিয়মের থেকো না আর সব জবর দখলে।
নিয়ম করে এই জগতে নিয়মে হয় জন্ম,
অনিয়মকে চালাকি রূপে করো নিজের কর্ম।