প্রজাপতি ডানা মেলে
নীল আকাশের কোলে,
আমিও এক প্রজাপতি
মনে মনে তোলে।
মুক্ত ডানায় ঐ বিকেলে
উড়তে আমি চাই,
মনের ডানায় উড়ে চলি
কেউযে দেখে নাই।
আমি নারী প্রজাপতি
আমি নারী ফুল,
অপরূপে সৃষ্টি সুন্দর
খোঁপায় বাঁধা চুল।
আমি নারী চাঁদের আলো
ভোরের পাখির সুর,
হাজার দুঃখে মুখ লুকিয়ে
হাসি বহুদূর।