বাতাস এমন রং ঢং জানে বিশ্বাস টিশ্বাস হবে,
লেপটে বসে কোথায় শালা আড্ডা মারে তবে।
আমার এখন খুব প্রয়োজন শরীর জ্বালা খুব,
দরকারে তে পাইনি তারে আছে কোথায় চুপ।
সৈন্য শালাত চাকর বাকর প্রতিবেশী ডাক,
ধরে নিয়ে আয়রে তাকে যেথায় গিয়ে থাক।
আচ্ছা মতো মারবো তারে থাপ্পড় চড়ে গায়,
মাপ করবো না যত শালায় মাপ বুঝি আর চায়।
শালার বাতাস ঘরে বাইরে পাইনি দেখা তারে
কোথায় জানি গেছে শালায় তাইরে নাইরে করে।
শূন্য ঘরে শরীর জুড়ে গরম বাধে বাসা
গরম যেন ভেতর ভেতর যেন মাঠের চাষা......
পিন পিনিয়ে আয়রে বাতাস পা দুটো তোর ধরি
প্রচুর গরম পরছে সারা করে গড়াগড়ি।
গাছে ফাঁকে বেড়ার ফাঁকে ধীরে সুস্থে ছোট
সবাই মিলে আয়রে কাছে করে সংঘ জোট।