নিজের দিকে ফিরলে কভু মনের যত
রং গুলো যে ধুয়ে মুছেই ফেনায় ভাসে
নিজের দিকে ফিরলে দেখি মনের দেখা
স্বপ্ন গুলো মিথ্যা হয়ে সাঁতরে ভাসে
মনেই হয় দাঁড়িয়ে আছি আষাঢ় মাসে

নিজের দিকে ফিরলে কভু
মিথ্যা হয় তোমার টান টুকরো ছোঁয়া
ভেঙে চূরেই গোল্লা ছোটে
সুতায় গাঁথা বড় মায়ার জোড়াই সুতা
কেটে আমার আছড়ে পরে চোখের কাছে

নিজের দিকে ফিরলে তবে
মিথ্যা হয়ে হাসে কেবল খিলখিলিয়ে ত্যক্ত ঠোঁটে
মিথ্যা হয়ে চোখের কাছে মেঘটা হয়ে আড়াল করে
নামে আমার দুঃখ হয়ে নির্বাচনে হারার ভোটে।

এমনি কোন সময় জুড়ে
মিথ্যা হয়ে হাসির মাঝে হাসি ভেঙ্গে কান্না নামে
ঘুমের ঘরে ঘুম আসেনা চোখের পাতা থাকছি জেগে
একাকী পথে লোক দেখিনা কেউ কি আছে।

রোজ সকালে পাখির ডাক
শুনতে গিয়ে না শোনা হয়।
কারণ তুমি এই আমাকে ছেড়েই গেছো ত্যাক্ত হয়ে
ভালো লাগার মাঝে যখন ঘুণ ধরেছে আমার প্রতি
এই আমিকে তোমার কেনে ভাল লাগে না


নিজের দিকে ফিরলে তবে হঠাৎ করে
থমকে গিয়ে নির্জনতা দাঁড় করিয়ে
দেহের কাছে তোমায় নিয়ে
স্বপ্ন গুলো পালায় দূরে মনের কাছে কষ্ট হয়ে
আমায় নিয়ে জ্বালায় শুধু তোমার টানে