তোমার ধর্মে খোদার আরশে
কতটা তোমাকে দিয়েছে স্বীকৃতি?
হাশরের মাঠে তুমি জান্নাতি
মাপ পেয়ে যাবে নিশ্চয়তা কি??
খোদার কঠিন কিতাবের রুলে
শয়তান আছে পথভ্রষ্টের মুলে,
নিজ অজান্তে ভুলের সমীপে
কত কত ভুল তোমার ও কুলে।
পাঞ্জাবি আর টুপির বড়াই
মাঠে ময়দানে নেমেছে লড়াই,
খোদার আসনে তুমি ভালোবাসা
নিশ্চয়তা কি আছে না ছাড়াই।
এত বাহাদুরি কিভাবে আসছে
কিতাব পাঠেই লাট বাহাদুর অটল বিভাগ!
তোমার হৃদয়ে অন্তরে ছাপ
হতে পারে খোদা করছে বিরাগ।
নিজ চরকায় তেল দাও তেল
কিভাবে হাশরে পার হবে সাঁকো?
খোদায় তোমাকে মাপ করে নাকি
নিজ ঈমানের আয়তন মাপো।
পর চিন্তায় ঘুম নেই তার দাওয়াত চলে
নিজের আমল কবুল হয়না!
এই দাওয়াতে ফায়দা কোথায়?
পরের ধর্ম টানাটানি করা তোমার যায়না।
খোদার প্রেমিক খোদার শাসন
অতি সুন্দর অতি কোমলের উচ্চ মানব!
তোমার ভিতরে সুশীল সমাজ
আজো ধরে নাকি??