রমণী তোমাকে মুক্তি দিয়েছে ঘর
ডানা মেলে উড়ে যাও-বহুদূরে,
পথেই রয়েছে শিকারিরা দলবেঁধে
ডানা ভেঙে আসো যদি ভবঘুরে।
পথেই রয়েছে নকল মুখের প্রেমী
মোহের ডুবিয়ে করবে নির্বাসন,
মিছে নায়কের ভূমিকায় অবতীর্ণ
জীবন-নায়কে নেই করে-গ্রহণ।
রমণী এ পথ নিরাপদ নয় আর!
একবার যদি মুছে মনে অমৃত,
আর কি ফিরেছে উচ্ছ্বাস নবরূপ
মরুভূমি হবে না জীবনের চিত্ত?